1. todaysbangladesh1971@gmail.com : admin :
হঠাৎ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে চোখ উঠা বা কনজাংটিভাইটিস রোগ - Todays Bangladesh
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি দেশের উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায় : ওবায়দুল কাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নতুন চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের জয় আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন: আওয়ামী লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে আল মামুন সরকারের আনারস মার্কার সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শেহজাদ খান বীর আমার এবং শাকিব খান এর সন্তান : বুবলী এবং সাকিব খান যারা গুম হয়েছে বলে অভিযোগ উঠেছে এদের অনেকেই বাংলাদেশে বসবাস করছে ফ্রিল্যান্সিং চাইলে রাত না জেগে দিনেও করতে পারবেন, এই সম্পর্কে কিছু ধারনা দেওয়া হল নেপালকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস ফ্রিল্যান্সিং এর সুবিধা ফ্রিল্যান্সিং শেখার আগে অবশ্যই জেনে নিন সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে হঠাৎ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে চোখ উঠা বা কনজাংটিভাইটিস রোগ

হঠাৎ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে চোখ উঠা বা কনজাংটিভাইটিস রোগ

  • আপডেট সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৬ বার পঠিত
#চোখ_উঠা_রোগ
হঠাৎ চোখ উঠা বা কনজাংটিভাইটিস হলে কি করবেন?
গত কয়েকদিন ধরে চোখ উঠা বা কনজাংটিবাটিস বা পিঙ্কআই রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে।
#এটা_কিভাবে_ছড়ায় ?
এটা একটা অত্যন্ত ছোঁয়াচে রোগ, রোগীর সংস্পর্শে
এলে বা ব্যবহারিত জিনিসপত্র, কাপড়, তাওয়াল,
টিস্যু ইত্যাদি শেয়ার করলে, এমনকি চোখের কাছাকাছি এসে আক্রান্ত রোগীর চোখের দিকে সুস্থ ব্যক্তি তাকালেও এ রোগ হতে পারে।
#রোগের_লক্ষণ;
প্রথমে একটা চোখ আক্রান্ত হলেও বেশিরভাগ ক্ষেত্রেই পরবর্তীতে দ্বিতীয় চোখটিও আক্রান্ত হয়।
শুরুতে চোখে ময়লা পরার অনুভূতি, চোখ খচখচ করা, চোখ গোলাপি বা লাল হতে পারে, চোখ ফুলে যেতে পারে, চোখে প্রচণ্ড রকম অস্বস্তি লাগতে পারে, ব্যাথা হতে পারে, চোখে ঝাপসা দেখতে পারে ,চোখ দিয়ে অনবরত পানি ঝরতে পারে।এমনকি পুঁজ ও বের হতে পারে।
#রোগ_হলে_কি_করবো ?
কোন আতঙ্কের দরকার নেই।
১.বেশিরভাগ ক্ষেত্রে এটা ভাইরাস জনিত রোগ
এবং পাঁচ থেকে সাত দিনের মধ্যে সম্পূর্ণ নিরাময় হয়ে যায়।
২.অহেতুক আক্রান্ত চোখ ঘষা মজা করবেন না।
৩.চোখকে বিশ্রাম দিবেন
৪.চোখের কাজ যেমন পড়ালেখা, টিভি, মোবাইল ব্যবহার সীমিত করবেন।
৫.নিজের এবং অন্যের চোখ ঝুঁকিমুক্ত রাখতে চোখে কালো সানগ্লাস ব্যবহার করবেন।
৬.বেশি ব্যথা হলে কুসুম গরম ভাব ব্যবহার করা যেতে পারে,সাথে প্যারাসিটামল বা নাপা জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে।
৭.চুলকালে আন্টি হিস্টামিন বা এলাট্টল দিনে একবার করে খাওয়া যেতে পারে ।
৮.বেশিরভাগ ক্ষেত্রে কোন এন্টিবায়োটি ড্রপ বা মলমের প্রয়োজন পড়ে না। তবে ব্যাকটেরিয়া জনিত ক্ষেত্রে বা ঝুঁকিপূর্ণ রোগীর ক্ষেত্রে এন্টিবায়োটিক ড্রপ Moxifloxacin (শিশুদের জন্য)এবং (বড়দের জন্য) chloramphenicol eye drop দুই ফোঁটা করে, দিন তিন বার সাত দিন ব্যবহার করা যেতে পারে।
#কখন_ডাক্তারের_কাছে_যেতে_হবে?
১.চোখ দিয়ে আঠালো পূজ বের হলে।
২.সকালবেলা চোখ খুলতে না পারা।
৩.প্রচন্ড মাথা ব্যাথা সাথে জ্বর হলে।
৪.চোখে ঝাপসা দেখা গেলে ।
৫.এক সপ্তার মধ্যে রোগীর কোন উন্নতি না হলে।
সর্বোপরি চোখের ব্যাপারে কোন রিস্ক না নিয়ে সুযোগ থাকলে রোগের যে কোন অবস্থাতেই রোগীর উচিত রেজিস্ট্রেট ডাক্তারের শরণাপন্ন হওয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Categories

© স্বত্ব সংরক্ষিত Todays Bangladesh আজকের বাংলাদেশ - ২০২২
Design By Dev Joynal