ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা বা স্বাধীন পেশা হিসেবে আমাদের দেশের তরুণ প্রজন্মের কাছে পরিচিতি লাভ করেছে। যত দিন যাচ্ছে ততই এই পেশার সাথে আমাদের দেশের তরুণ প্রজন্ম যুক্ত হচ্ছে। কেউ কেউ মাত্র এসএসসি পরীক্ষা দিয়েই ফ্রীলান্সিং শুরু করে দিয়েছে এবং সফলতা পেয়ে যাচ্ছে। ফ্রিল্যান্সিং এ কিছু অসুবিধা থাকলেও বেশিরভাগ সুবিধা থাকায় আপনাকে উৎসাহ প্রদান করব।
আজ কথা বলবো ফ্রিল্যান্সিং এর সুবিধা নিয়েঃ
ফ্রিল্যান্সিং এর সুবিধা সম্পর্কে আলোচনা করে শেষ করা যাবে না। তারপরও সব থেকে গুরুত্বপূর্ণ সুবিধাগুলো নিচে বর্ণনা করা হলোঃ
★১. সময়ের স্বাধীনতা
আগেই বলা হয়েছে যে, এ কাজে আপনার সুবিধা অনুযায়ী সময়ে আপনি কাজ করতে পারবেন। এর পুরোটাই নির্ভর করবে আপনার উপরে। আপনি যদি চান আপনি এখন কাজ করবেন না, আপনাকে কেউ জোর করবে না এখন কাজ করতে।
★২. কাজের স্বাধীনতা
আপনি নিজেই নিজের কাজ বেছে নিতে পারবেন। আপনার যে কাজটি সব থেকে ভালো লাগে সেটিকে বেছে নিতে পারবেন ও চাইলে যতদিন ইচ্ছা ওই কাজ করে যেতে পারবেন।
★৩. নিজের বেতন নিজে ঠিক করা
আপনার নিজের পেমেন্ট রেট আপনি নিজে বেছে নিতে পারবেন। প্রায় প্রত্যেকটা মার্কেটপ্লেসেই নিজের পেমেন্ট রেট উল্লেখ করার সুযোগ রয়েছে। আপনি যত বেতনে কাজ করতে চান সেটি অনুযায়ী কাজ পাবেন এখানে।
★৪. বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করা সুযোগ
ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানে কাজ না করে বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন দেশের ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন। এক্ষেত্রেও ক্লায়েন্ট (Client) বা প্রতিষ্ঠান নির্বাচন পুরোটাই আপনার নিজের উপরে।
★৫. দলগত কাজের সুযোগ
✌️একক ভাবে কাজের পাশাপাশি এখানে আপনারা দলগত কাজেরও সুযোগ পেয়ে যাবেন।
Leave a Reply