শেহজাদ খান বীর আমার এবং শাকিব খান এর সন্তান : বুবলী এবং সাকিব খান
আপডেট সময় :
শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
২৫২
বার পঠিত
শেহজাদ খান বীর আমার এবং শাকিব খান এর সন্তান বুবলী এবং সাকিব খান
অনেক জল্পনা কল্পনার পরে সাকিব খান এবং বুবলীর সন্তান শেহজাদ খান বীর এর ছবি প্রকাশ করেছেন সাকিব খান এবং বুবলী নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজ এ।
তারা দেশবাসীর কাছে দোয়া চান সন্তানের জন্য এবং ফেইসবুক এ যা লিখেছেন উভয়ে তা তুলে ধরা হল:
আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।
শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খান এর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।
Leave a Reply